বিএসটিআইয়ের আদেশ মানছে না প্রাণ
লাইসেন্স স্থগিতাদেশের এক সপ্তাহ পার হলেও বাজারে রয়ে গেছে বিষাক্ত সিসা যুক্ত প্রাণের প্যাকেটজাত গুঁড়া হলুদ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনকে (বিএসটিআই) বাজারজাতকৃত হলুদ উঠিয়ে নেয়ার কথা দিলেও তা রাখেনি প্রাণ কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি কোম্পানি প্রাণের হলুদের গুঁড়ায় সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের বাজার থেকে সেদেশের পরিবেশক কোম্পানি মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটভিত্তিক...
Posted Under : Health News
Viewed#: 98
আরও দেখুন.

